গাজীপুরের কালীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো তার পরিচয় জানা যায়নি। শনিবার (৫ এপ্রিল) উপজেলার পৌর এলাকার ঘোড়াশাল সেতুর নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্থানীয়রা সেতুর নিচে একজনের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ (জিআরপি) লাশটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২৮ হতে পারে। লাশের মাথায় পাথরের আঘাতের চিহ্ন রয়েছে, তার ডান হাত, বাম পা ভাঙা। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর না পেলে ইসলামি জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়রিশ হিসেবে লাশ দাফন করা হবে।’