আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মনোনয়ন যাচাই শেষে নয়জনের প্রার্থিতা বাতিল করা হয়।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-১ আসনে জনতার দলের মো: শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়।
এছাড়া এ আসনে বিএনপির এস এ জিন্নাহ কবীর, জামায়াতের ডা: আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মো: মোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস, ইসলামী আন্দোলনের মো: খোরশেদ আলম, গনঅধিকার আন্দোলনের মো: ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মানিকগঞ্জ -২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী মোল্লা ও আবিদুর রহমান খান রোমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এ আসনে মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয় সাবেক এমপি ও বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, খেলাফত মজলিসের মো: সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলীর।
মানিকগঞ্জ -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: আতাউর রহমান আতা, এবি পার্টির মো: রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও ড. রফিকুল ইসলাম খানের মনোনয়ন বাতিল ঘোষিত হয়।
এ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম (রিতা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মো: শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মো: সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়ন বৈধ বলে গণ্য হয়।



