চুয়াডাঙ্গায় শীত ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, তবে সকাল ৯টার দিকে তা নেমে আসে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় শীতের এ অনুভূতি স্পষ্ট হয়।
সরেজমিনে দেখা যায়, তাপমাত্রা কমে যাওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবীরা পড়েছেন কিছুটা দুর্ভোগে। রাস্তাঘাটে চলাচলকারী অনেকে শীতবস্ত্র পরে কাজে বের হয়েছেন। হিমেল বাতাস ও হালকা শীতলতায় শহর-গ্রামজুড়ে অনুভূত হচ্ছে শীতের বাড়তি প্রভাব।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও রাত ও ভোরের দিকে ঠান্ডা আরো অনুভূত হতে পারে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তাহমিনা নাসরিন বলেন, ‘আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আগামী কয়েকদিনে রাত–ভোরের তাপমাত্রা আরো কমতে পারে।’



