ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ সময় জমাকৃত নথিতে ত্রুটি থাকায় মেহেরপুর-১ আসনের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবিরের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেয়া হয়।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, দলীয় মনোনয়ন না থাকায় কামরুল হাসান, আমিরুল ইসলাম ও রোমানা আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মোবুর ক্ষেত্রে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন না থাকা এবং ২০ নম্বর ফরম যথাযথভাবে পূরণ না করায় এনসিপি মনোনীত প্রার্থী সোহেল রানার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
আরো জানা যায়, মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাসুদ অরূন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাজউদ্দিন খান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) মিজানুর রহমান ও জাতীয় পার্টির আব্দুল হামিদের মনোনয়ন বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।
অন্যদিকে মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হুদা ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বারীর মনোনয়ন বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।



