কুষ্টিয়ার দৌলতপুরে গরু ও ছাগল ব্যবসায়ী সাইফুলকে অপহরণের দু’দিন পর চরাঞ্চলে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো সোলাইমান শেখ জানান, দৌলতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম দৌলতপুর উপজেলা ও ভেড়ামারা উপজেলার পদ্মার চরাঞ্চলে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভেড়ামারা এলাকার রায়টার চর এলাকা থেকে অপহৃত সাইফুলকে উদ্ধার করে।
উল্লেখ, গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বৈরাগীর চর এলাকা থেকে মিরাজ মালিথার ছেলে সাইফুলকে অপহরণ করে সন্ত্রাসীরা। তারা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে পার্শ্ববর্তী পদ্মা নদীতে স্পিডবোট যোগে চলে যায়।
ওসি আরো জানান, সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।