আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শতভাগ সাফল্য

২০২৫ সালের আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা শতভাগ সাফল্য অর্জন করে আবারও উৎকর্ষের ঐতিহ্য ধরে রেখেছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শতভাগ সাফল্য
আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শতভাগ সাফল্য |নয়া দিগন্ত

২০২৫ সালের আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা শতভাগ সাফল্য অর্জন করে আবারও উৎকর্ষের ঐতিহ্য ধরে রেখেছে। এ বছর এ মাদরাসা থেকে ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। বাকিরাও সকলেই ভালো ফলাফলসহ উত্তীর্ণ হয়েছে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড বজায় রেখেছে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার প্রথম স্থানসহ ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান লাভ করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এইচ এম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের এই ধারাবাহিক সাফল্য আল্লাহর বিশেষ অনুগ্রহ। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষের পাশাপাশি আধুনিক জ্ঞানচর্চায় পারদর্শী নাগরিক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে একাধিক শিক্ষার্থী জানায়, এই অর্জন তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষার্থীরা একাধিকবার প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছে।