ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থানে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুইদিনে অন্তত ৬০ জন আহত হয়েছেন। রোববার উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সংঘর্ষের পর আবারও একই স্থানে দুই দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়।
সোমবার সকালে ওই গ্রামের সায়মন মাতুব্বরের দলের মিন্টুকে মারধর করলে দু’দল গ্রামবাসীর ফের সংঘর্ষ শুরু হলে কমপক্ষে ১৫ জন গ্রামবাসী আহত এবং প্রায় ২০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় সংঘর্ষকারীরা। এ নিয়ে দু’দিনে অন্তত ৬০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দু’পক্ষের সংঘর্ষের জেরে ধরে আজ সকালে একজনকে মারধর করলে দুই পক্ষের লোকজন ফের দেশীয় অস্ত্র, ঢাল শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ভেঙে ২ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়।
রোববার বিকেলে একটি জমি মাপার বৈঠকে বসা নিয়ে সংঘর্ষ বিকেল তিনটা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এদিকে আজ বাস্তখোলা সদরদী গ্রামে সিরাজুল ইসলাম ও মন্নু মাতুব্বরের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো: আশরাফ হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা প্রস্তুত রয়েছি।



