চকরিয়া থানা হাজতে যুবকের আত্মহত্যা

টাকা আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দুর্জয়কে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগসহ সোপর্দ করেন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
র্জয় চৌধুরী (২৭)
র্জয় চৌধুরী (২৭) |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়া থানা হাজতের একটি কক্ষে দুর্জয় চৌধুরী (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব থানার হাজত থেকে তার লাশ উদ্ধার করেন।

দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে এবং চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দুর্জয়কে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগসহ সোপর্দ করেন। শুক্রবার ভোররাতে নিজ গায়ের শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

থানা হাজতে দুর্জয়ের আত্মহত্যা করার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: জসীম উদ্দিন। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত টিম গঠন করা হবে তিনি জানান।