বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)

Location :

Habiganj
বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সভা
বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সভা |নয়া দিগন্ত

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসমাইল রহমান সভাপতির বক্তব্যে বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বেগম রোকেয়া আমাদের দেখিয়েছেন শিক্ষার মাধ্যমে নারীর মুক্তিই হলো প্রকৃত স্বাধীনতা। আজকের এ দিবস নারীর অধিকার প্রতিষ্ঠায় আমাদের নতুন করে অঙ্গীকারবদ্ধ করে।’

আলোচনা সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবন, কর্ম ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তার অবদান তুলে ধরে নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সবাইকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

উপজেলা মহিলাবিষয়ক অফিসার নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা যুব-উন্নয়ন অফিসার রেজাউন উল্লাহ, বানিয়াচং থানার এসআই আমিনুল হক ও ব্র্যাকের এড়িয়া ম্যানেজার মতলিব আলী প্রমুখ।

এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, বানিয়াচং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, মহিলা বিষয়কের দায়িত্বরত সিএইচও মো: হৃদয় মিয়া, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে অদম্য নারী পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।