ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ র. প্রকাশ্যে কেল্লা শাহ মাজারের ওরশকে কেন্দ্র করে অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম।
সোমবার (৪ আগস্ট) দুপুরে মাজার সম্মেলন কক্ষে বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘মাজার একটি পবিত্র স্থান। তাই এখানে কোনো প্রকার অসামাজিক কাজ করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। মাজারের পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। অপরাধীদের বিরুদ্ধে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ফয়সল উদ্দিন, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম, সদস্য মো: শরিফ খাদেম ও তাকদির খাদেম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১০ আগস্ট আখাউড়া খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজের র. মাজারে সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ শুরু হবে। এ ওরশে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ভক্ত আশেকান ভিড় জমান মাজার প্রাঙ্গণে।