ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য মঞ্চসহ বিভিন্ন সংগঠন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা কোর্ট মসজিদ থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এছাড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে জুলাইযোদ্ধা ও ভারতের আধিপত্যবিরোধী মুসল্লিরা মিছিলে অংশ নেয়।
বিক্ষোভ মিছিলটি শহরের ভাঙ্গাব্রীজ, শাপলা চত্বর, চেঙ্গী স্কয়ার হয়ে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
সমাবেশে বক্তারা হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, নাগরিক পার্টি ও জুলাইযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ছাত্র-জনতা অংশ নেয়।
এর আগে সরকারি নির্দেশনার আলোকে বিভিন্ন মসজিদে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



