ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থীদের প্রচারণায় কুমিল্লায় দুই দিনের সফরে আসছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। এ সময় তিনি চারটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার একটি রেস্টুরেন্টে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনের জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ জানান, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি জামায়াত আমির ডা: শফিকুর রহমান কুমিল্লা সফর করবেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ৩১ জানুয়ারি কুমিল্লায় আসার কথা ছিল। কিন্তু সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সেটি একদিন আগে ৩০ জানুয়ারি সন্ধ্যায় আনা হয়েছে।
তিনি জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লার লাকসামে বক্তব্য রাখবেন ডা: শফিকুর রহমান। এরপর সন্ধ্যায় আসবেন কুমিল্লার টাউনহল মাঠে। সেখানে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন। ৩১ জানুয়ারি শনিবার জামায়াতের আমির সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে এবং বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এ সময় জামায়াতের দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্ল উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগর নায়েবে আমির মো: মোছলেহ উদ্দিন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু: মাহবুবর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মজিবুর রহমান, কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত উপস্থিত ছিলেন।
কুমিল্লায় জামায়াত আমির আগমন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



