শেরপুরে আগুন লেগে বাড়িসহ ফার্নিচার দোকান ভস্মীভূত

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারিভাবে ক্ষতিগ্রস্থদের সহায়তার ব্যবস্থা করা হবে।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Bogura
শেরপুরের মানচিত্র।
শেরপুরের মানচিত্র। |নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরে আগুনে পুড়ে গেছে একটি বসত বাড়িসহ ফার্নিচারের দোকান। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ দাখিল মাদরাসা পাড়ায় এ আগুনের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, রোববার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুন লাগলো তা কেউ বলতে পারছেন না। আগুন লাগার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, তার বাড়ির পাঁচটি ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র, জামাকাপড়, ধান, বাদাম, নিত্য প্রয়োজনীয় জিনিস পুড়ে গিয়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের তীব্রতায় কিছুই বের করে আনা সম্ভব হয়নি।

দোকান ভাড়াটিয়া ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী বাবু জানান, তার দোকানে থাকা তৈরিকৃত ফার্নিচার, কাঠ, মেশিনসহ প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারিভাবে ক্ষতিগ্রস্থদের সহায়তার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।