ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ফ্লোটিলা নৌবহরে ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে সাধারণ মুসল্লিদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সাধারণ মুসল্লি রবিউল ইসলাম ও নুর ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি প্রমুখ।
বক্তারা বলেন, ‘ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করছে। এবারো মানবিক সহায়তা বহনকারী নৌবহরে হামলা চালিয়ে ইসরাইল তাদের দমননীতির কূটকৌশল প্রয়োগ করেছে। আমরা এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘ইসরাইলের এ বর্বরোচিত হামলা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, এটি বিশ্ব শান্তির জন্যও বড় ধরনের হুমকি। সাতক্ষীরার মুসলমানরা সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে।’
বিক্ষোভ কর্মসূচিতে জেলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।