ভেড়ামারায় ট্রাকের চাপায় ২ মোটরসাইকেলআরোহী নিহত

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা লালন শাহ ব্রিজের প্রবেশ মুখের গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ করিম, ভেড়ামারা (কুষ্টিয়া)

Location :

Kushtia
নয়া দিগন্ত

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা লালন শাহ ব্রিজের প্রবেশ মুখের গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরপুর উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিমা খাতুনের ছেলে সিয়াম (২০) ও একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রশিদ (২৩)।

সূত্র জানায়, শুক্রবার নিহতরা ভেড়ামারার লালন শাহ ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায় আনন্দ ভ্রমণে আসেন। সারাদিন ভ্রমণ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে তারা মিরপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় তারা লালন শাহ ব্রিজের প্রবেশ মুখে গোল চত্বরে আসা মাত্রই কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।