বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর শাহজালাল উপশহরস্থ সংগঠন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় এ সাধারণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো: কামাল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো: ফাহিম, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সদস্য সাজুওয়ান আহমদ, ফরহাদ আলী ইমন, এ কে এম মনোয়ার হোসেন, ইফতেখার আহমদ, আখতারুল ইসলাম, জহিরুল ইসলাম, সাব্বির আহমদ, লোকমান আহমদ মাছুম, কাজী মাহবুব হোসেন, জিহাদ আহমেদ, ওয়াসি মাহমুদ, জাবেদুর রহমান, শ্রী আনন্দ পাত্র ও হারুনুর রশীদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।
সভায় সিলেটের সিএনজি পাম্পগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় জালালাবাদ গ্যাস ও বিষ্ফোরক অধিদফতরের সিএনজি পাম্প ব্যবসায়ীদের স্বার্থবিরোধী বিভিন্ন কর্মকান্ডের তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। সমস্যা সমাধানে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।