মহাদেবপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

ঘোষপাড়া মোড়ে পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur

নওগাঁর মহাদেবপুরে বাসের ধাক্কায় মজিবর রহমান নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা সদরের ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মজিবর রহমান মহিষ বাথান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান সাইকেলে চড়ে বাজার থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘোষপাড়া মোড়ে পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।