বরিশালের মুলাদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা হয়েছে- নন্দীর বাজারে ভায়বহ অগ্নিকাণ্ড, রাস্তার পাশে খাল বা ডোবার সাথে বড় বড় ঝুঁকিপূর্ণ গাছের কথা, সফিপুর নববধুকে ১৮দিন অপহরণ করে আটকে রাখা, মুলাদী ইউনিয়ন ও চরকালেখান টিসিবির মালামাল নিতে ভোগান্তি, ইসলামাবাদ মাদরাসার শিক্ষার্থীদের ইভটিজিং করায় মানববন্ধন, সফিপুর চরমালিয়া রাশেদ মেম্বারের বাড়ির সামনে জয়েন্তী নদীর উপর সাঁকোর বেহাল দশা, পুরানো বাসস্টান্ড থেকে মোল্লাবাজার পর্যন্ত রাস্তা সংস্কারসহ আরো অন্য বিষয়ে।
আলোচনায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ শাহা, উপজেলা নির্বাচন অফিসার মো: নাজিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মুলাদী থানার এসআই তদন্ত কর্মকর্তা মো: মোমিন উদ্দিন, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন হাওলাদার, মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া কামাল, উপজেলা বিভিন্ন ইউনিয়নের সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিজাম উদ্দিন বলেন, ‘আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে যাবো। নন্দীর বাজারে ভয়াবহ আগুনে ক্ষয়ক্ষতির জন্য দু:খ প্রকাশ, টিসিবির তালিকা থেকে সরকার দুই হাজার নামের তালিকা বাদ দেয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে। পুনরায় তালিকা করা হচ্ছে, ভোগান্তি কমে আসবে। ইভটিজিং বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, স্কুল ও মাদরাসা চলার সময় পুলিশি টহল বৃদ্ধি করাসহ আইন-শৃংখলা বিভাগ উপজেলায় শান্তি-শৃংখলার জন্য আরো তৎপর থাকবে।’