আড়াইহাজারে ট্রাকচাপায় শিশু নিহত

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে। চাপা দেয়ার সময় শিশুটি রাস্তায় খেলা করছিল।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালু ভর্তি একটি ট্রাকের চাপায় আলিফ (৩) নামে এক শিশু নিহত হয়েছে। চাপা দেয়ার সময় শিশুটি রাস্তায় খেলা করছিল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার গুরুপদী এলাকার হানিফার মালিকানাধীন একটি বালুবাহী ট্রাক জাঙ্গালিয়া থেকে বালু নিয়ে বঙ্গারবাজার যাওয়ার পথে পাচানী এলাকায় ওই শিশুটিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।