শেরপুরে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে শেরপুর আদালত, পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, অনেক রাজনৈতিক বন্ধুরা পিআর পদ্ধতি কী- বুঝতে চান না। কিন্তু জামায়াত কখনো কোনো অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে জনগণকে বিভ্রান্ত করেনি। এটি জাতির কাছে পরীক্ষিত। পরে অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুরা বুঝতে পারেন, জামায়াতের দাবিই সঠিক ছিল। তাই অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুদের বলতে চাই, আরেকটি ফ্যাসিবাদের জন্ম না দিতে আমরা সবাই মিলে পিআর পদ্ধতি বুঝতে শিখি এবং সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর কাছে উন্নত রাষ্ট্রের রোল মডেল হিসেবে উপস্থাপন করি।
বক্তারা আরো বলেন, জুলাইযোদ্ধাদের রক্তের সাথে বেঈমানী না করে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে এ সরকারকে সহযোগিতা করি।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জামায়াত নেতা ডা: মো: আনোয়ার হোসেইন, নুরে আলম সিদ্দিকী, নুরুল আমিন প্রমুখ।
মানববন্ধন শেষে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি দেয়া হয়।