চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন পাহাড়ি ছড়ায় নির্মিত অবৈধ বাঁধ কেটে পানি চলাচলের উপযোগী করে দিয়েছেন উপজেলা প্রশাসন ও বনবিভাগ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্য এলাকার কুলপাগলীর ছড়ায় যৌথ অভিযান পরিচালনা করে এ বাঁধ অপসারণ করা হয়। অভিযানে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও চুনতি অভয়ারণ্য বনবিভাগের কর্মকর্তারা অংশ নেন।
জানা গেছে, স্থানীয় কিছু ব্যক্তি শুষ্ক মৌসুমে সেচের পানি বিক্রির উদ্দেশে কুলপাগলীর ছড়ায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানি মজুদ করছিলেন। এতে অভয়ারণ্য এলাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় বন্যপ্রাণীর পানির সঙ্কট তৈরি হয়। পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিও বাড়ছিল।
চুনতি অভয়ারণ্য এলাকার বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, ‘কৃত্রিম বাঁধ দিয়ে ছড়ার পানির স্বাভাবিক গতি রোধ করা হলে অভয়ারণ্যের বন্যপ্রাণীর খাবার পানির সঙ্কটসহ নানা প্রাকৃতিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এতে জীববৈচিত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় বাঁধটি অপসারণ করা হয়েছে।’
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় প্রাকৃতিকভাবে সৃষ্ট কুলপাগলীর ছড়ায় নির্মিত কৃত্রিম বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়েছে।’



