খাগড়াছড়িতে বিএনপি’র দুইটি অংশ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চেঙ্গী স্কোয়ার থেকে জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বাধীন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশাল শো-ডাউন ও শোভা যাত্রা বের করে। শোভা যাত্রাটি মহাজন পাড়া হয়ে খাদ্য গুদাম সংলগ্ন শহীদ জিয়ার প্রতিকৃতিতে গিয়ে পুস্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে শহরের মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ করে।
এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার সমীরণ দেওয়ানের সমালোচনা করে বলেন, ‘তৃণমুল বিএনপি এটা আবার কোন বিএনপি। সন্ত্রাসী গডফাদারদের উস্কানীতে নির্বাচন এলে আপনার চুলকানী উঠে। বিএনপি করতে চাইলে ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বেই খাগড়াছড়িতে আপনাকে বিএনপি করতে হবে।’
এদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমীরন দেওয়ানের নেতৃত্বাধীন অপর একটি অংশ মহাজন পাড়া সূর্যশিখা ক্লাব প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সমীরণ দেওয়ান, সাবেক ছাত্র নেতা গফুর তালুকদার, সাবেক যুবদল নেতা চৌধুরী বেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনার মতো খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়া দলকে কুক্ষিগত করে ফ্যাসিস্টের মতো আচরণ করছে। অনুষ্ঠানের ব্যানার ফেষ্টুন ছিনিয়ে নিচ্ছে। এসময় বক্তারা খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়া ও তার অনুসারীদের ব্যাপক চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন।