গফরগাঁওয়ে দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন
গফরগাঁওয়ে দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন |নয়া দিগন্ত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন মুক্ত আঁকাশে উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভায় মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জামতলা মোড়স্থ কার্যালয়ে গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সহ- সভাপতি বিজয় কুমার বর্ধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা: কে এম এহছান অ্যাডভোকেট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান।

সভা পূর্বে দুপ্রকার কার্যালয় সামনে সড়কে আধঘণ্টা ব্যাপী দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সততা সংঘের সদস্যবৃন্দসহ সুধীজন।