মধুপুরে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে জরিমানা

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় তিনটি দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্যাশ মেমো সঠিকভাবে সংরক্ষণ করার জন্য বিভিন্ন দোকানে তাগিদ দেয়া হয়।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় তিন দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়
মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় তিন দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসস্ট্যান্ড ও পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারী) বিকেলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় তিনটি দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্যাশ মেমো সঠিকভাবে সংরক্ষণ করার জন্য বিভিন্ন দোকানে তাগিদ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নইম উদ্দিন, তার দফতরের কর্মকর্তা-কর্মচারী ও মধুপুর থানা পুলিশের একটি টিম।

উল্লেখ্য, এ সময় উপজেলার বিভিন্ন গোডাউন পরিদর্শন করে নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রয়ের জন্য ডিলারদের সতর্ক করা হয়।