গাজীপুরে সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি পরীক্ষায় ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুর সদর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার মোট ১৬ টি কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শ্রীপুরের জৈনাবাজার এলাকার আব্দুল আউয়াল ডিগ্রি কলেজে সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ মিলন, শ্রীপুর উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়া, ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ পরীক্ষার কেন্দ্র সচিব শামীম আহমেদ ও ফজর আলী।
আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র সচিব শামীম আহমেদ বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত মানোন্নয়ন, প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখতেই সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্প প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। যথাযথ নিয়ম, শৃঙ্খলা ও মান বজায় রেখে পরীক্ষা নেয়া হয়েছে।
সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ মিলন জানান, ২০১৮ সাল থেকে সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্প চালু করা হয়। সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ করা।



