বাউল আবুল সরকারের শাস্তি দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

বক্তারা আল্লাহকে কটূক্তিকারীকে আবুল সরকারকে দ্রুত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Saidpur
বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়
বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয় |নয়া দিগন্ত

আল্লাহকে নিয়ে কটূক্তিকারী ভণ্ড বাউল আবুল সরকারের বিচার তথা সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সচেতন মুসলিম জনতার ব্যানারে শুক্রবার (২৮ নভেম্বর) জুমআর নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জামে মসজিদের খতিব মুফতি মুহতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দপুর উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুল হুদা, সাব্বির আহমেদ, মাওলানা সাজিদ, আব্দুল আজিম প্রমুখ।

বক্তারা আল্লাহকে কটূক্তিকারীকে আবুল সরকারকে দ্রুত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান।

জামে মসজিদের খতিব মুফতি মুহতাসিম বিল্লাহ বলেন, এদেশে কোনো ব্যক্তি বিশেষ তথা রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেই মামলা হয়, অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন হয়। অথচ মহান আল্লাহ তায়ালার সাথে বেয়াদবি করা ভ্রান্ত সম্প্রদায় বাউলদের একজনকে আটক করা হলেও বিচার করা হচ্ছে না। বরং কেউ কেউ এই ভন্ড বাউলের পক্ষ নিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। যা একটা মুসলিম প্রধান দেশের জন্য চরম লজ্জাজনক। মুসলিম পরিচয়ে এমন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মুসলিম বলাতো দূরের কথা জন্ম পরিচয় নিয়েও সন্দেহ আছে। এরা মূলত: ইহুদি ও ব্রাহ্মণ্যবাদী চক্রের দালাল। এরা মুসলিম বিদ্বেষী ও বাংলাদেশ বিরোধী কুচক্রী।

হাফেজ নুরুল হুদা বলেন, বাংলাদেশ বহু ওলি আউলিয়া পীর মশায়েখের পবিত্র পদচারণায় সমৃদ্ধ। এখানে অসংখ্য মসজিদ মাদরাসায় লাখ লাখ আলেম, হাফেজ, মুফতির বাস। এদেশে ইসলামবিদ্বেষী কারো ঠাঁই নেই। তাই দ্রুত বাউল আবুল সরকারের ফাঁসি দিতে হবে। নয়তো প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন দাঁড় করানো হবে।