গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা |নয়া দিগন্ত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। শুক্রবার বিকেলে মহানগর, জেলা, টঙ্গী ও কোনাবাড়ী থানা বিএনপি পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে।

মহানগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় গাজীপুর মহানগর বিএনপির শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। এতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এদিকে জেলা বিএনপি বিকালে রাজবাড়ী রোডস্থ কার্যালয় থেকে আরেকটি শোভাযাত্রা বের করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী ও ডা: রফিকুল ইসলাম বাচ্চুসহ জেলা নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ‘৭ নভেম্বরের সিপাহী বিপ্লবের চেতনা আজও দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণাস্বরূপ।’

অন্যদিকে টঙ্গীতে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের নেতৃত্বে বিশাল র‌্যালিপূর্ব সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালা প্রমুখ।

কোনাবাড়ীতে আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ‘৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষার প্রতীক। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপি এখনো রাজপথে সংগ্রাম করছে।’

কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মো: রবিউল আলম রবির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ‘৭ নভেম্বর শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক।’

সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি কোনাবাড়ী বিসিক ২ নম্বর গেট থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদী শক্তির পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।