এবার এইচএসসির ফলাফলে দেশব্যাপী ধস নামলেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছর মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৭তম ব্যাচের ৪৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৪২ জন বিজ্ঞান এবং ৪ জন মানবিক বিভাগের শিক্ষার্থী। ২২ জন গোল্ডেনসহ অন্য সবাই জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকরা এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাসজুড়ে আনন্দ উদযাপন করেন।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।