মালয়েশিয়ায় তিন মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেলানটানের কোটা বারুতে অভিযান চালিয়ে মানবপাচার সিন্ডিকেটের স্থানীয় সদস্যসহ ৩৫ জন মায়ানমার নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশটির ইমিগ্রেশন বিভাগ।
সিন্ডিকেটের কাজ হল মায়ানমারের ‘পরিবহনকারী’ -এর মাধ্যমে কেলানটান সীমান্তে ইঁদুরের পথ দিয়ে অবৈধ অভিবাসীদের আনা এবং তাদের স্থানীয় ‘পরিবহনকারী’ -এর কাছে হস্তান্তর করা, যা ক্লাং উপত্যকার আশেপাশে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া। ভ্রমণের দূরত্বের ওপর নির্ভর করে প্রতি ব্যক্তির জন্য ফি প্রায় ৪০০ থেকে ৫০০ রিঙ্গিত। এ সিন্ডিকেটটি প্রতি সপ্তাহে কার্যক্রম পরিচালনা করছে বলে শনাক্ত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে গত ছয় মাস ধরে এটি সক্রিয় ছিল।
অপারেশন টিম আটটি গাড়ি আটক করতে সক্ষম হয়েছে যা অবৈধ অভিবাসী পরিবহনে ব্যবহৃত বলে মনে করা হচ্ছে। পরিদর্শনের সময়, ‘পরিবহনকারীদের’ দলটি আক্রমণাত্মক আচরণ করে এবং দ্রুতগতিতে গাড়ি চালিয়ে এবং অপারেশন টিমের গাড়িসহ আরো কয়েকটি গাড়িতে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের আটক করা সম্ভব হয়। কিছু বিদেশিও ছিল যারা গাড়ি থেকে বেরিয়ে কাছের ঝোপে লুকিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু অপারেশন টিম তাদের সফলভাবে খুঁজে পায়।
‘ম্যাট সেরো’ এর নেতৃত্বে মোট তিনজন মালয়েশিয়ান পুরুষ এবং একজন মায়ানমারের ব্যক্তিকে ‘পরিবহনকারী’ বলে মনে করা হয়। এছাড়াও পাঁচ থেকে ৪৫ বছর বয়সী ৩৫ জন মায়ানমার নাগরিককে আটক করা হয়েছে। অপারেশন টিম পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য তিনটি মোবাইল ফোন এবং আটটি গাড়িও জব্দ করেছে।



