গাজীপুরের শ্রীপুরে দীর্ঘ ১৭ বছর পর স্থানীয় রেলওয়ে চত্বরের মুক্তমঞ্চে কর্মী সমাবেশ করেছে বিএনপি। শনিবার (১৯ জুলাই) শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে রেলওয়ে চত্বরের মুক্তমঞ্চে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির এ কর্মী সমাবেশ হয়।
এতদিন অনেক চেষ্টা করেও বিএনপির কর্মীরা রেলওয়ে চত্বরের মুক্তমঞ্চে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেননি। এতদিন চত্বরটি আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে ছিল।
সমাবেশে সরকারের বাইরে থাকা অবস্থায় যেসব নেতাকর্মী নির্যাতন-অপমান ও জেল-জুলুম খেটে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে গুরুত্বপূর্ণ পদে রেখে বাকিদের পেছনের সারিতে রাখার অনুরোধ জানানো হয়েছে। রেলওয়ে চত্বরের মুক্তমঞ্চে তৃণমূল বিএনপি’র বেশির ভাগ নেতাকর্মী এ দাবি করেন। গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতা নির্বাচনে ওই নীতি অনুসরণের দাবি তুলে ধরেন তারা।
এতে ত্যাগীদের মনোবল বৃদ্ধি এবং ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা নতুন উদ্যমে উৎসাহিত হবেন বলেও মন্তব্য করেছেন তৃণমূলের বক্তারা। ১৭ বছর পর এবারই প্রথম শ্রীপুর পৌর বিএনপি রেলওয়ে মুক্তমঞ্চে সভা করার সুযোগ পয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
কর্মী সমাবেশ উপলক্ষে নির্ধারিত ওই তিনটি ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে রেলওয়ে চত্বরের মুক্তমঞ্চে জড়ো হন।
এর আগে তারা শহরের প্রধান সড়কে কর্মী সমাবেশের সফলতা এবং স্বাগত জানিয়ে মিছিল করেন। বিকেল ৪টা থেকে শুরু হয় কর্মী সমাবেশের আনুষ্ঠানিকতা।
শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং প্রথম যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রুফকুল ইসলাম বাচ্চু।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশটাকে নরকে পরিণত করেছিল। দেশে বাকস্বাধীনতা বলে কিছু ছিল না। লুটপাট, দখল, দুর্নীতিতে দেশটাকে নিঃস্ব করা হয়েছে। এই শ্রীপুরেও তারা স্বৈরতন্ত্র চালিয়েছে। গত ১৭ বছরে তারা বিএনপির নেতা-কর্মীদের স্বাধীনভাবে মাঠে নামতে দেয়নি। রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে বের হলেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।’
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী বলেন, ‘দলের তৃণমূল নেতাকর্মীদের প্রতি এ সমাবেশ থেকে যে বার্তাটি দেয়া হচ্ছে তার অন্যতম প্রধান হল মাদক, চাঁদাবাজ ও সামাজিক অপরাধমুক্ত কর্মীদের চিহ্নিত করে কমিটি গঠন করা হবে। এজন্য নিজেদেরকে প্রস্তুত রাখার পরার্মশ দেয়া হয়েছে। অন্যদিকে, সাধারণ মানুষের প্রতি যে বার্তা দেয়া হয়েছে সেটি হলো ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে সহযোগিতা করা। এছাড়াও দলনেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র পাশে থাকার আহ্বান।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও দলের নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম শামীম, অ্যাডভোকেট জাফর সরকার, এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাডভোকেট কবির হোসেন, আবুল হোসেন প্রধান, সাইফুল হক মোল্লা, এস এম জাবেদ, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, খোকন প্রধান প্রমুখ।