নাটোরের সিংড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদুল ইসলামসহ (৫০) বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র ও মাদক জব্দ করা হয়।
শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অস্ত্র মামলায় একজন, অপারেশন ডেভিল হান্টে তিনজন, মাদক মামলায় ছয়জন, চুরি মামলায় দু’জন, ওয়ারেন্টভুক্ত আসামি আটজন ও ১৫১ ধারায় ছয়জন।
এর মধ্যে গ্রেফতার ডাকাত দলের সর্দার শহিদুল উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া গ্রামের মরহুম হাসেন আলীর ছেলে। তার কাছ থেকে একটি অন সুটার পাইপগান উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ছয় মাদকসেবীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার বড়সাঐল গ্রামের রিনা পারভীন (২৮), বড় বাড়িয়া গ্রামে নাহিদ হোসেন (১৯), বিলদহর গ্রামের আজহার ওরফে কালু (৭০), সিকিচড়া গ্রামের ফারুক হোসেন (৩৮), আনোলিয়া গ্রামের ঝরু ওরফে মতিউর (৩২), গুনাইখাড়া গ্রামের নুর ইসলাম (৫০), একই গ্রামের সামাদ আলী (৫০), রাজু আহমেদ (২৬), হাসিঘাটি গ্রামের মোহন আলী (২৫), বড় বারইহাটি গ্রামের সাখাওয়াত শেখ (৪৫), নাছিয়ারকান্দি গ্রামের ফইমুদ্দিন (৬০), শতকুড়ি গ্রামের আজিমুদ্দিন (৩০), বিয়াশপাড়ার ঝন্টু মিয়া (৩৭), বাহাদুরপুর গ্রামের সাজ্জাদ হোসেন (৩৫), হোসেনপুরের আসলাম (৪৩), সরকারপাড়ার খাইরুননেছা (৪৫), মতিয়ার (৪০), শতকুড়ি গ্রামের আব্দুস সালাম (৩২) একই গ্রামের রেজাউল করিম (৩২) ও আব্দুস সোবহান (৪২), বড়বাড়ি গ্রামের হানিফ (৫২), নগর মাঝগ্রামের আলিম শেখ (৩৯), বামিহালের মিঠুন আকন্দ (২৬), কালিগঞ্জের সজিব আকাশ (২৮) ও বগুড়া জেলার শাহজাহানপুরের জহুরুল ইসলাম (৩৮)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।



