পদ্মা ও যমুনা নদীতে রোলিং বা ঢেউয়ের তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও নৌরুটটিতে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ৪টা থেকে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ’র ট্রাফিক সুপারভাইজার মো: শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়া এলাকায় যমুনা নদীতে রোলিং বা প্রবল ঢেউ সৃষ্টি হয়েছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে বিকেল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার সালাউদ্দিন জানান, লঞ্চ চলাচলা বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক লয়েছে। এতে লঞ্চের যাত্রীরা অনায়াসে ফেরিতে পার হতে পারছেন। তবে ঢেউ কমে গেলে আগামীকাল সকাল থেকে লঞ্চ চলাচল করবে।