মানিকগঞ্জ প্রেস ক্লাবের নেতৃত্বে জাহাঙ্গীর-শাহানুর

এ সময় ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোট প্রয়োগ করেন।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
জাহাঙ্গীর আলম বিশ্বাস (বাঁয়ে) ও শাহানুর ইসলাম
জাহাঙ্গীর আলম বিশ্বাস (বাঁয়ে) ও শাহানুর ইসলাম |নয়া দিগন্ত

মানিকগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি শাহানুর ইসলাম।

শনিবার (২৮ জুন) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, নির্বাচনে সভাপতি, যুগ্ম সম্পাদক, দফতর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে যুগ্ম সম্পাদক রিপন আনসারী (মানবজমিন), দফতর সম্পাদক আজিজুল হাকিম (মাই টিভি) ও কোষাধ্যক্ষ শাহীন তারেক (দৈনিক ইনকিলাব) হয়েছেন।

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি শাহজাহান বিশ্বাস (দ্য নিউ এজ) ও আবুল বাশার আব্বাসী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন (রাইজিং বিডি), ক্রীড়া সম্পাদক আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (বার্তা ২৪ ডটকম)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক ভোরের কাগজের সুরুজ খান। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক যুগান্তরের মতিউর রহমান ও দৈনিক সমকালের অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব। এ সময় ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোট প্রয়োগ করেন।