যশোরে সফল ৩০ বছরের আন্দোলন, উদ্ধার হচ্ছে মুক্তেশ্বরী নদী

৩০ বছর ধরে অবৈধভাবে দখল করা সরকারি জমি উদ্ধারের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এতে খুশি হয়েছেন তিন দশক ধরে মুক্তেশ্বরী নদীর জমি উদ্ধারে আন্দোলনরতরা।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যশোরে অবৈধভাবে দখল করা সরকারি জমি উদ্ধারের কাজ করেছে জেলা প্রশাসন
যশোরে অবৈধভাবে দখল করা সরকারি জমি উদ্ধারের কাজ করেছে জেলা প্রশাসন |নয়া দিগন্ত

যশোরে ৩০ বছর ধরে অবৈধভাবে দখল করা সরকারি জমি উদ্ধারের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এতে খুশি হয়েছেন তিন দশক ধরে মুক্তেশ্বরী নদীর জমি উদ্ধারে আন্দোলনরতরা। তবে আন্দোলনের সূচনাকারী ভাতুড়িয়ার হাশেম আলী মোড়ল ইন্তেকাল করছেন, দেখে যেতে পারেননি সফলতা।

সদর উপজেলার ভাতুড়িয়ায় মুক্তেশ্বরী নদীর জমি ভরাট করে প্লট বিক্রির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। সরেজমিন পরিদর্শনে গিয়ে তারা জানান, নদীর জমি প্রতারণাপূর্বক ব্যক্তি নামে রেকর্ড করা হয়েছিল। অবৈধ দখল সংশোধন করে জমি নদীর নামে ফেরানো হবে। একইসাথে খাস খতিয়ানভূক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

জেলা প্রশাসনের এ উদ্যোগে ভাতুড়িয়াসহ পার্শ্ববর্তী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

গত ২৪ আগস্ট জেলা নদী রক্ষা কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। ২৮ আগস্ট থেকে মাঠে নেমে তারা নদীর জমি পরিমাপসহ প্রতিবেদন তৈরির কাজ শুরু করে কমিটি।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, ‘মুক্তেশ্বরী নদীর প্রবাহ সচল রাখতে ডিসি স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন। জমি পরিমাপ শেষে প্রতিবেদন জমা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয় আন্দোলনকারীরা বলছেন, এ উদ্যোগ তাদের দীর্ঘ আন্দোলনের বিজয়।

‘বিল হরিণা বাঁচাও’ আন্দোলনের ভাতুড়িয়া আঞ্চলিক কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান টিটো বলেন, ‘৩০ বছর আগে হাশেম আলী মোড়লের হাত ধরে যে আন্দোলন শুরু হয়েছিল তা আজ সফলতার পথে।’

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন জমা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।