সিলেটে ৩১ লাখ টাকার ভারতীয় জিরাসহ আটক ২

বালুবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৮ বস্তা ভারতীয় জিরাসহ তাদের আটক করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
উদ্ধারকৃত জিরাসহ আটকরা।
উদ্ধারকৃত জিরাসহ আটকরা। |নয়া দিগন্ত

সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই জিরাসহ দু’যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭২ হাজার টাকা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এসএমপির শাহ পরাণ থানাধীন দাসপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৮ বস্তা ভারতীয় জিরাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন জৈন্তাপুর থানাধীন কমলাবাড়ী নিজপাট গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুল হাসান (৩০) ও গোয়াইনঘাট থানাধীন লাফলাউট গ্রামের আব্দুল বারীর ছেলে পারভেজ আহমদ (২৭)।

আজ রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ডিবি পুলিশের অভিযানে চোরাই জিরা বহনকারী ট্রাক এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।