নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে দুই পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরানীপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই পাড়ার মরহুম ওসমান গনির ছেলে মতিউল মন্ডলের (৬০) বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ফলে তার আধাপাকা দুটি ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা ১ লাখ টাকার ধান ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া মতিউলের ভাই হাফিজুল মন্ডলের (৫৫) বাসের চাটি ও খরের চাল দেয়া দুটি ঘর ও মালামালসহ সর্বস্ব পুড়ে যায়। সবমিলিয়ে দুই ভাইয়ের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: মাজেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।’