বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই : মাসুদ সাঈদী

‘আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আমাদের মধ্যে কেউ কেউ কোন কোন দল আমাদের মধ্যে বিভেদ লাগাইয়া দেয়।’

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই : মাসুদ সাঈদী
বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই : মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আমাদের মধ্যে কেউ কেউ কোন কোন দল আমাদের মধ্যে বিভেদ লাগাইয়া দেয়। আমাদের মধ্যে যেকোনো ইস্যু আসলেই হিন্দু মুসলিম শব্দ তুলে আমাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে। আমরা বলতে চাই বাংলাদেশে মূলত সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নম্বর মালিখালী ইউনিয়ন জামায়াতের আয়োজনে ওই ইউনিয়নের সভাপতি মীম ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী নেওয়াযের পরিচালনায় এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আমরা সকলে বাংলাদেশের নাগরিক। এই দেশে নাগরিক হিসেবে একজন মুসলমানের যেই অধিকার , একজন সনাতন ধর্মের মানুষের সমান অধিকার এক চুল এদিক সেদিক নাই। এজন্য আমরা মিলেমিশে একটা সুন্দর একটা স্বপ্নের একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহউদ্দিন প্রমূখ।