গণভোটসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর ও সদর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্ববর) বিকেলে বাইতুল আমিন জামে মসজিদ চত্বরে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল এসে সমাবেশে মিলিত হয়।
পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।
চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো: শাহজাহান খানের সভাপতিত্বে ও সদর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সভাপতি ইব্রাহিম খলিল, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ।



