ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কর্মহীন ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দু’জনকে ভ্যানগাড়ি ও তিনজনকে চায়ের দোকান দেয়ার জন্য প্রয়োজনীয় মালামাল দেয়া হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সহযোগিতা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হান উজ্জামান বলেন, ‘সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। আমরা চাই তারা পরিশ্রম করে পুনরায় আত্মনির্ভরশীল হোক। যাচাই-বাছাই শেষে আমরা সহায়তা দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
ভ্যানগাড়ি পেয়ে আনন্দ প্রকাশ করে সিডু মিয়া বলেন, ‘অনেক দিন বেকার ছিলাম। এখন আল্লাহর রহমতে আয়-রোজগার করে সংসার চালাতে পারব।’
চায়ের দোকানদার ঝন্টু মিয়া জানান, ‘দোকান দেয়ার মতো পুঁজি ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাজাতে পেরেছি। ইনশাআল্লাহ, পরিশ্রম করে এগিয়ে যাব।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহি আল-আমীন বলেন, ‘ইউএনও মহোদয়ের মানবিক চিন্তায় অসহায় মানুষদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলবে।’
সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন মোল্লা বলেন, ‘প্রশাসনের সদিচ্ছা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনে পরিবর্তন আনা সম্ভব। এ উদ্যোগ দেশের অন্য এলাকার জন্যও অনুকরণীয়।’