বান্দরবানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে

পুলিশের পক্ষে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতাও রয়েছে বলে জানান ডিআইজি।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবান পুলিশ লাইনে জিমনেসিয়াম ও পুলিশ সহায়তা বক্স উদ্বোধন
বান্দরবান পুলিশ লাইনে জিমনেসিয়াম ও পুলিশ সহায়তা বক্স উদ্বোধন |নয়া দিগন্ত

আগামী নির্বাচন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ বলেছেন, নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করে যাবে।’

পুলিশের পক্ষে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতাও রয়েছে বলে জানান ডিআইজি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান পুলিশ লাইনে পুলিশ সদস্যদের জন্য জিমনেসিয়াম ও পুলিশ সহায়তা বক্স উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তার সাথে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবানের পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো: হাসান ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি বলেন, ‘সমতল এলাকার চাইতে পাহাড়ের দুর্গম এলাকায় নির্বাচন সম্পন্ন করা অনেকটাই কঠিন কাজ। নির্বাচনের আগে পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ অন্যান্য বাহিনীর সাথে একসাথে কাজ করে যাচ্ছে।’

ডিআইজি আরো বলেন, ‘পুলিশের মনবল চাঙ্গা করতে আগামী নির্বাচন বড় একটি সুযোগ সৃষ্টি করেছে। ৫ আগস্টের পর পুলিশের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’

এর আগে ডিআইজি পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।