ট্যাগিং রাজনীতির দিন শেষ : জামায়াত নেতা

চট্টগ্রাম মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম এ কথা বলেন।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বক্তব্য রাখেন মুহাম্মদ নজরুল ইসলাম
বক্তব্য রাখেন মুহাম্মদ নজরুল ইসলাম |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন, ৩৬ জুলাই বিপ্লব সচেতনতা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ট্যাগিং রাজনীতি, একাত্তরের চেতনার নামে বিভেদের রাজনীতি, জোরজবরদস্তি ও ভোগ দখলের রাজনীতি, পরিবারতন্ত্র ও অতীত ইমেজ দিয়ে বিভ্রান্তি সৃষ্টির রাজনীতি, অনৈতিকভাবে প্রতিপক্ষকে কোণঠাসা করে দেয়ার নোংরা রাজনীতি বাংলাদেশের মানুষ আর অন্ধভাবে মেনে নেবে না।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের, মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সহকারী পরিচালক আমির হোসাইন, চট্টগ্রাম-১০ আসনের পরিচালক ফখরে জাহান সিরাজী সবুজ, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ড. মুহাম্মদ আবু নাছের ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী মুহাম্মদ শফিউল আলম।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, মাহমুদুল আলম, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ইস্কপের সহ-সভাপতি আবুল হোসাইন ও ইঞ্জিনিয়ার মোমিনুল হক, ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সহকারী পরিচালক ফারুকে আজম, ইস্কপের সহ-সেক্রেটারি শফিউল আলম সোবহানী, সাংগঠনিক সম্পাদক সেলিম উল্লাহ জামান প্রমুখ।