‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্যে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসন, বিআরটিএ ও সাভার সার্কেল আয়োজনে আজ বুধবার ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে র্যালি বের হয়ে ধামরাই প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় নিরাপদ সড়ক ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক, সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আহমেদুল হক তিতাস, কৃষি অফিসার কৃষিবিদ আরিফুর রহমান প্রমুখ।



