শেরপুরে শিশু অপহরণ মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জনের ১৪ বছর কারাদণ্ড

নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামের নুরুল হকের ছেলে মনিরুল ইসলাম লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে এ মামলা থেকে খালাস প্রদান করা হয়।

মুগনিউর রহমান মনি, শেরপুর

Location :

Sherpur
শেরপুরের ম্যাপ
শেরপুরের ম্যাপ |ফাইল ছবি

শেরপুরে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় এক আসামিকে যাবজ্জীবন ও তিন আসামিকে ১৪ বছর করে দণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুরের বিজ্ঞ বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ। এছাড়া প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে তিনি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যথাক্রমে নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মনির হোসেন (৩৩), নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামের ওসমান এর ছেলে আলামীন ওরফে মোখলেছ (৩২), একই গ্রামের আইন উদ্দিন শেখের ছেলে জমির উদ্দিন (৬৫) ও জমির উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম ওরফে মহসীন (৩২)।

আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলার ছিটপাড়া সরকার বাড়ির ব্যাংক কর্মকর্তা মো: আব্দুল হান্নানের বসত বাড়ির পূর্বপার্শ্বের রাস্তা থেকে তার ৮ বছরের শিশু সন্তান হাদী হাসানকে আসামিরা অপহরণ করে নিয়ে যান এবং মোটা অংকের মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় মো: আব্দুল হান্নান বাদি হয়ে ওইদিন নালিতাবাড়ী থানায় একটি মামলা করেন। ঘটনার দু’দিন পর অপহৃত শিশু হাদী হাসানকে পুলিশ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো: আরিফ হোসাইন মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে ২০১৬ সালের ২৬ এপ্রিল এ ঘটনায় ছয়জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন।

নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামের নুরুল হকের ছেলে মনিরুল ইসলাম লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে এ মামলা থেকে খালাস প্রদান করা হয়। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী আশরাফুন্নাহার রুবী।