বরগুনায় নির্বাচনী সহিংসতা বন্ধে ৫ রাজনৈতিক দলের অঙ্গীকার

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনা আয়োজিত আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপে এসব চুক্তি উপস্থাপন করা হয়।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
বরগুনায় নির্বাচনী সহিংসতা বন্ধে একাত্ম রাজনৈতিক নেতারা
বরগুনায় নির্বাচনী সহিংসতা বন্ধে একাত্ম রাজনৈতিক নেতারা |নয়া দিগন্ত

বরগুনা-১ আসনে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি রাজনৈতিক দলের নেতারা দলীয় প্যাডে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সহিংসতা বন্ধে অবস্থান নিয়েছেন।

বরগুনা-১ আসনের প্রধান রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া নাগরিক সমাজ, যুব প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনা আয়োজিত আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপে এসব চুক্তি উপস্থাপন করা হয়।

এ চুক্তি, অঙ্গীকার সংলাপটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে অনুষ্ঠিত হয়।

পাঁচটি রাজনৈতিক দলের জেলা পর্যায়ের সাধারণ সম্পাদকরা নিজ নিজ দলের অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত চিঠি উপস্থাপন করেন।

এসময় বক্তারা জানান, কোথাও সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে তাৎক্ষণিক উদ্যোগ নেয়া হবে।

অনলাইন ও অফলাইনে ঘৃণামূলক বক্তব্য প্রচার না করার প্রতিশ্রুতিও দেন তারা।

দলীয় প্যাডে স্বাক্ষরিত এসব চিঠি বরগুনায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতার একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।