‘শহীদ জিয়াউর রহমানের হাতের ছোয়া ও দোয়া নিয়ে কাজ শুরু করে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। হঠাৎ করে দেখি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার নতুন সমন্বয়ক কমিটির সদস্য পদে আমার নাম। এতো সাগর রেখে বালতির পানিতে চুবিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।’
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এমন ক্ষোভ প্রকাশ করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার।
তিনি বলেন, ‘এনসিপির কমিটি থেকে অফিসিয়ালি আমার নাম দ্রুত কর্তন করতে হবে। তা নাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
প্রবীণ বিএনপি নেতা নুরুল ইসলাম মাষ্টার আরো বলেন, ‘বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত মেজর (অব.) মনজুর কাদের এনসিপিতে যুক্ত হয়ে সিরাজগঞ্জ-৫ আসনের শাপলা কলির প্রার্থী হয়েছে। তার পক্ষকে ভারি করতে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং চরম রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে হাসিল করতে নবগঠিত এনসিপি’র সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জঘন্য মিথাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জোরপূর্বক ভিন্ন রাজনৈতিক পরিচয়ে জড়ানো কেবল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নয়, বরং শহীদ জিয়ার আদর্শের ওপর সরাসরি আঘাত।’
এনায়েতপুর কাপড়ের হাটস্থ একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন বেপারী, লিয়াকত হোসেন লাবু, বিজয় আহম্মেদ, সদস্য মুক্তার হাসান, হারান সরকার, স্থল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বেপারী ও ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাসমত আলীসহ দলীয় নেতৃবৃন্দ।



