ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর)
হযরত হাফেজ্জী হুজুর রহ:-এর খলিফা ও দেশের বরেণ্য আলেম ফরিদপুরের বোয়ালমারীর সন্তান মাওলানা হেলালুদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকাল হয়।
মাওলানা হেলালুদ্দীনের জামাতা মুফতী মুহাম্মদ মোশররফ হোসাইন নয়া দিগন্তকে জানান, আজ রাতে এশার নামাজের পর ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তার প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কুরআনিয়া চরকমলাপুর মাদরাসা চত্বরেই তাকে দাফন করা হবে।
মাওলানা হেলালুদ্দীন দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। হার্ট ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। প্রথমে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অপরিবর্তিত থাকলে পরে হেলিকপ্টারে ঢাকায় এনে চিকিৎসা দেয়া হয়। এবং এখানেই তিনি ইন্তেকাল করলেন।
উল্লেখ্য, মাওলানা হেলালুদ্দীন ফরিদপুরসহ গোটা দেশেই একজন প্রবীণ আলেম হিসেবে পরিচিত ছিলেন। হজরত হাফেজ্জী হুজুর রহ:-সহ অসংখ্য মুরব্বি আলেমের সোহবত ও খেলাফত এবং তার গভীর ইলম তাকে সর্বমহলে সমাদৃত করে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ফরিদপুরের চরকমলাপুর মাদরাসা ও নিজ গ্রাম বোয়ালমারীর রামদিয়ার জামেউল উলুম ফারুকিয়ার মুহতামিম এবং সাভার মদিনাতুল উলুম ব্যাংক কলোনী মাদরাসাসহ একাধিক মাদরাসার শাইখুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর জেলা শাখার সভাপতি ছিলেন।



