পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আদিবাসী স্বীকৃতি দাবি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ সংশোধনপূর্বক জাতি বৈচিত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ-২০২৫ (প্রস্তাবিত) প্রণয়নের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠন।
সোমবার (৩০ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি শাপলা চত্বরে খাগড়াছড়ি জেলা শাখা ব্যানারে মানববন্ধন করে সংগঠনটি।
খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: আলমগীর কবির, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মামুন রানা, মো: জাহিদ হাসান, মো: মনসুর আলী, পার্বত্য মহিলা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোছাম্মৎ হাসিনা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘সুপ্রদীপ চাকমা আদিবাসী স্বীকৃতি দাবি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ সংশোধনপূর্বক জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ-২০২৫ (প্রস্তাবিত) প্রণয়নের বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে শান্ত পাহাড়কে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ অধ্যাদেশ সংবিধান পরিপন্থী ও পার্বত্য অঞ্চলসহ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
বক্তারা অভিযোগ করেন, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার মন্ত্রণালয় কর্তৃক উন্নয়ন বরাদ্দের নামে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের সহযোগিতা করে যাচ্ছেন। খাদ্যশস্য ও আর্থিক বরাদ্দে তিনি চরম বৈষম্যের আশ্রয় নিয়েছেন।