মুন্সীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উদযাপন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মুন্সীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি-শার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মো: মহিউদ্দিন আহমেদ, সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, শহীদুল ইসলাম শহীদ, শেখ মো: আব্দুল্লাহ, শাহাদাত হোসেন সরকার, আমির হোসেন দোলন, অপু চাকলাদার, রহিমা সিকদার, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আব্দুল মতিন প্রমুখ।

এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক মো: মজিবর রহমান দেওয়ান, সদস্য সচিব মু: মাসুদ রানা, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক মো: মহসিন মিয়া, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির ও জেলা ছাত্রদল সভাপতি মো: আবুল হাসেমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।