মৌলভীবাজার জেলার কুলাউড়ার বরমচালের ইসলামাবাদ এলাকায় রেললাইনের পাশের ডোবা থেকে ১৩ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ বরমচালের ইসলামাবাদ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, বরমচালের ইসলামাবাদ এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য কুলাউড়া থানা পুলিশ কাজ করছে।