নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে আরো ৫ মামলায় গ্রেফতার, শুনানি কাল

আগামীকাল এসব আবেদনের ওপর শুনানি হবে বলে জানা গেছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ডা: সেলিনা হায়াৎ আইভী
ডা: সেলিনা হায়াৎ আইভী |সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভী গত রোববার হাইকোর্ট থেকে জামিন পান। এরপর গত দুদিনে তাকে আরো ৫টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এসব আবেদনের ওপর শুনানি হবে বলে জানা গেছে।

জানা যায়, গণঅভ্যুত্থান চলাকালে তিনটি হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেফতার দেখাতে গতকাল মঙ্গলবার আবেদন করেন ফতুল্লা থানার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এর আগে সোমবার ফতুল্লা থানার একটি হত্যা মামলা এবং গ্রেফতারকালে বাধাদানের অভিযোগে সদর থানায় দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব আবেদন করা হয়।

আইভীর আইনজীবী বলছেন, এ পাঁচ মামলার কোনোটির এজাহারেই সাবেক মেয়রের নাম ছিল না। রাজনৈতিক প্রতিপক্ষ পুলিশকে প্রভাবিত করে গ্রেফতার দেখানোর আবেদন করিয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, ‘আইভীকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে তখনই নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত এক শ’ থেকে দেড় শ’ জনকে আসামি করে একটি মামলা করে। ওই মামলার তদন্ত কর্মকর্তা আইভীকে পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছেন।’

ফতুল্লা থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় ইয়াসিন, আব্দুর রহমান, পারভেজ ও মোহাম্মদ আবুল হোসেন মিজি হত্যা মামলার তদন্ত কর্মকর্তারা আইভীকে গ্রেফতার দেখাতে আবেদন করেছেন। তারা তদন্ত করতে গিয়ে এসব মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়রের সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় এ আবেদন করেন।’

নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো: কাউয়ুম খান বলেন, ‘এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর বৃহস্পতিবার আইভীকে গ্রেফতার দেখানোর বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত রোববার তাকে ৫টি মামলায় জামিন দেন হাইকোর্ট। এর পরপরই এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যেই নতুন করে আরো ৫ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।’

সাবেক এ মেয়রের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘স্বচ্ছ রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জের সাবেক জনপ্রিয় মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর জামিনে ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করে আরো মামলায় গ্রেফতার দেখানো এ আবেদন করিয়েছে। সেই কবে এ মামলাগুলো হয়েছে ও তদন্ত হয়েছে। এতদিন পুলিশ কর্মকর্তারা এ আবেদন না করে তার জামিন হওয়ার পরে কেন করলেন, এটা সবাই বুঝতে পারে।’